← Back

কিভাবে ওবামার মত Confidently কথা বলবেন?

আচ্ছা, কোনো নেতার ভাষণ শুনে কি মনে হয়েছে আপনিও যদি এভাবে confidently কথা বলতে পারতেন?

বা কতবার এমন হয়েছে যে আয়নার সামনে দাঁড়িয়ে আপনিও স্বপ্ন দেখতেন কালজয়ী ভাষণ বা প্রেজেন্টেশন দেয়ার?

তাহলে এই আরত আপনার জন্যই।

আজ থেকে প্রায় ১২ বছর আগের কথা।

২০০৮ সালের ৯ নভেম্বর, বিশ্বের সব বড় বড় নিউজ চ্যানেলের একটাই হেডলাইন ।

Barack Obama has been elected as 44th President of the United States.

মনে পড়ছে কি? না হলেও সমস্যা নেই। কারণ আজকের মুখ্য বিষয় ২০০৮ এ কি হয়েছিলো তা নয়, বরং সেই সময়ের The Black President কে নিয়ে। যিনি তাঁর public speaking এ নানান tricks এবং strategies ব্যবহার করে জয় করেছিলেন কোটি মানুষের মন।

একজন লিডার বা জাতির নেতা হিসেবে কোনো মেসেজ কিভাবে বিভিন্ন Body Gesture, Word Choice এবং Pacing দিয়ে অডিয়েন্সের কাছে impactful করতে হয় তা জানা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।

তাহলে চলুন দেখে নেয়া যাক বারাক ওবামা এই Technique গুলো কিভাবে তার speech এ ইউজ করতেন, যা হয়তো আপনাকেও করে দিতে পারে The Next Best Speaker!

Clear, Strong এবং Compelling আইডিয়া দেয়া:

গত বছর One of the most roasted মুভি ছিল 'Race 3'। কারণ, কে কখন কি করছে, কে কার ছেলে, কে কার GF তাই কেউ বুঝতে পারছিল না। তেমনি, প্রেজেন্টেশন হোক বা জাতির সামনে ভাষণ, কি নিয়ে কথা বলা হচ্ছে তা অডিয়েন্সের সামনে ক্লিয়ার রাখা জরুরি। ওবামাও তার প্রতিটি speech এ তিনি কি নিয়ে কথা বলবেন, তার এজেন্ডা কি, এই সবকিছুই strongly এবং clearly বলেন।

যেমন ২০০৮ এ election campaign এ তিনি বলেছিলেন, "Vote for me, I'm gonna have an activist government. I'm here to help you, I'm here to make a better health care system, I'm here to stop your misery by providing jobs."

এই একই pattern কিন্তু আমরা Steve Jobs এর বিখ্যাত MacBook বা ipad লঞ্চের প্রেজেন্টেশনেও দেখতে পারি। Problem কে ভিলেন এবং নিজের প্রোডাক্টের Specification দেখিয়ে তা Hero বানানো। এই টেকনিক ব্যবহার করে খুব কম সময়ে অডিয়েন্সের মনের মধ্যে আস্থা, বিশ্বাস তৈরি করা যায়। এবং এই টেকনিকে Steve Jobs কিভাবে মাস্টার হয়েছেন তা জানতে আমাদের চ্যানেলে 'Steve Jobs Presentation Technique' ভিডিও গুলো দেখে নিতে পারেন।

Repetition:

আচ্ছা, আমাদের মধ্যে এমন কেউ কি আছে যে কমপ্লেইন করিনি বা কখনো বলিনি আমাদের মায়েদের যে 'একটা কথা বার বার কেন বলো'?

যতই আমাদের বিরক্ত লাগুক না কেন একই কথা বার বার শুনতে, এইটি স্বীকার করতেই হবে যে ওই কাজটা করতে আমরা কখনোই ভুলতাম না।

হাস্যকর হলেও সত্য, এই টেকনিক কম বেশি সব Public Speakers বা World Leaders রা ইউজ করে থাকেন।

এই টেকনিক এ sentence এমন ভাবে স্ট্রাকচার করা হয় যাতে একই word বা metaphor বার বার বলে তার গুরুত্ব বুঝানো যায়।

যেমন বলা যায়, আমাদের সবার জানা Martin Luther King এর 'I have a dream' ভাষণের কথা। উনি "I have a dream.. I have a dream.." এই কথাটি বার বার বলে জাতির সাথে তার স্বপ্নের একটি সম্পর্ক তৈরি করেছিলেন।

তেমনি ওবামাও 2004 এর electoral speech এ ব্যবহার করেছিলেন repetition টেকনিকটি ঠিক এভাবে,

"I believe that we can give our middle class a relief.

I believe we can provide jobs to the jobless, homes to the homeless.

I believe that we have the righteous winds at our back and we can face the challenges."

তাই নেক্সট টাইম থেকে, মায়েরা এক কথা বার বার বললে আমাদের এই ভিডিওটা দেখাতে ভুলবেন না।

Hand এবং Body Gestures:

ওবামা speech এর বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকেন Powerful এবং impactful hand gestures. যেমন, 2012 এর victory speech এ "we have the bond that holds together" এ তিনি হাত মুষ্ঠিবদ্ধ করে বুঝান Bond এর গুরুত্ব। আবার, যখন ওবামা বলেন "Being Inclusive" তিনি তার দুই হাত প্রসারিত করেন তার কথা বুঝানোর জন্য।

এছাড়াও, Power Pose ধরে রেখে কথা বলা, অডিয়েন্সের সাথে eye contact রাখা, প্ল্যাটফর্মের উপর হেঁটে হেঁটে কথা বলা বা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলাও তার speech এ দেখা যায়। এবং এই টেকনিকটি ওবামা ছাড়াও আমরা দেখতে পারবো Steve Jobs, Tim Urban, Morgan Spurlock সহ আরো অনেক বিখ্যাত Public Speaker দের মধ্যেও।

Vocal Delivery এবং Pacing:

মনে আছে, ক্লাস 5 বা 6 এ 'Different Types of Sentence' এর কথা? যেখানে আমাদের একই sentence দিয়ে বলা হতো তা প্রশ্নবোধক বা আশ্চর্যবোধক হলে কেমন হবে তা বলে শুনাতে?

তখন গ্রামার ক্লাসে এই lesson গুলো বোরিং মনে হলেও, বাস্তবে এর গুরুত্ব অনেক বেশি। কিভাবে? তা ওবামার vocal delivery pattern থেকেই না হয় দেখে নেয়া যাক।

একটি Speech effective করার জন্য কখন Pause, কখন Fast pace, আবার কখন উচ্চস্বরে এবং কখন আস্তে কথা বললে বেশি জোরদার হবে তা জানা অনেক জরুরী।

এবং ওবামা তার speech কে dramatic করেন 'A good balance of pause' দিয়ে । একটি 'Well Planned Pause' ভাষণের গুরুত্ব অনেকখানি বাড়িয়ে দেয়। এবং এই জন্য ওবামাকে বলা হয়ে থাকে 'Master of Pause'।

2012 সালের 'Victory Speech' উদাহরন হিসেবে দেখা যাক।

"That's what Politics can be" pause "That's why election matters" pause "it's not small it's big" pause "it's important"।

আবার, fast pace এর ক্ষেত্রে Obama এক নিশ্বাসে Vocal Tone high করে বলে যেতে থাকেন এবং এইটা অনেক বেশি speech কে thought-provoking করে তুলে।

যেমনটি দেখা যায় একই 2012 এর 'Victory Speech' এ

"Doesn’t matter what your race is, doesn't matter you are white or black, doesn't matter you are gay or straight, doesn't matter what's your status, you can make the change here in America."

ভাষণকে conversational করে তোলা:

আমেরিকান কবি Maya Angelou এর একটি বিখ্যাত উক্তি হচ্ছে:

“People will forget what you said, people will forget what you did, but people will never forget how you made them feel.”

সব লিডার বা সেলেব্রিটিদের তাদের speech এর স্ক্রিপ্ট teleprompter এ দেখানো হয়। এমন কি আমরা আমাদের প্রেজেন্টেশনেও অনেক সময়েই Script বানাই এবং তা দেখে পড়ি। এবং এখানেই ওবামা কিছু ভিন্ন টেকনিক ব্যবহার করে থাকেন।

ওবামার সামনে teleprompter থাকলেও উনি কখনোই তা অডিয়েন্সকে বুঝতে দেননা। ওবামা কখনোই teleprompter থেকে reading পড়ে পড়ে শুনান না, বরং উনি তার speech এর বিভিন্ন জায়গায় pacing different করে, pause এনে speech কে আরো relatable এবং conversational করে তুলেন।

তাই, এমন ভাবে practice করতে হবে যাতে সামনে Script থাকলেও অডিয়েন্স যেনো তা বুঝতে না পারে। কারণ স্ক্রিপ্ট দেখে দেয়া Speech-প্রেজেন্টেশন আর মুভিস লাইক 'Jab Harry Met Shejal' দুটোই অডিয়েন্সকে ঘুম পারিয়ে দিতে পারে।

মেটাফোর বা VAKOG মডেল ব্যবহার করা:

বারাক ওবামাকে বলা হয়ে থাকে 'Master of Imagination'। কারণ, তিনি তার কথা বলায় বা ভাষণে বিভিন্ন রকম মেটাফোর ব্যবহার করে থাকেন।

যেমন একটি speech এ তিনি বলেছেন,

"In the face of our common dangers…in the winter of our hardship…"let us brave the icy currents and endure what storms may come."

কথা গুলো শুনে কোনো ক্লাসিক 90s novel এর লাইন মনে হলেও, এইভাবে বিভিন্ন রেফারেন্স দিয়েই অডিয়েন্সের সাথে কানেক্ট এবং উৎসাহিত করেন ওবামা।

অন্য একটি speech এ উনি বলেন,

"We are working day and night so that you can have a better life.

We are staying up whole night so that you can have a safe sleep."

এখন একটি প্রশ্ন আপনাদের জন্য। বলুন তো, আর এমন কে আছেন যিনি তার প্রেজেন্টেশনে VAKOG ব্যবহার করেন? যদি আপনার উত্তর স্টিভ জবস হয়, তবে কংগ্রেস। আর যদি উত্তর না জেনে থাকেন তাহলে আমাদের স্টিভ জবসের প্রেজেন্টেশন স্কিলের ভিডিওটি অবশ্যই দেখে নিবেন।

এই ছিলো বারাক ওবামার 'One of the Best Public Speakers' হয়ে উঠার সিক্রেট। যদি আপনি কোনো সিক্রেট জেনে থাকেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এমন আরো লিডারদের সিক্রেট জানতে এখনই আমাদের চ্যানেলটি Subscribe করুন।