গল্পটা জবস এবং গেটসের!
"The whole world loved you but you were my friend
I'm alone now with nothing but power and time
And no one on earth who can challenge my mind!
I'm a boss! I own dos! Your future is MY design!"
আচ্ছা, এই ভিডিওটা আপনি কি ল্যাপটপ এ দেখছেন? যদি হ্যাঁ হয়, তাহলে উইন্ডোজ নাকি ম্যাক?
উইন্ডোজ ভালো পারফর্ম করে? নাকি ম্যাক?
এই তর্ক বিতর্ক কিন্তু আমরা নিজেরা করি বা আমদের আশে পাশে আমরা বন্ধুদের করতে দেখি।
কিন্তু মজার বিষয় কি জানেন ?
এই তর্কের শুরুটা করেছিলো এই দুই কোম্পানীরই প্রতিষ্ঠাতার !
কিন্তু কেনো? তা জানতেই শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি। কারণ রহস্য উন্মোচন কিন্তু শেষ ই হবে।
বিল গেটস এবং স্টিভ জবসের মধ্যে এই লড়াইয়ের, প্রেম-ঘৃণার সম্পর্কের ইতিহাস ৩০ বছরের, এবং এই লড়াই মাইক্রোসফ্ট এবং অ্যাপলের সাফল্যের পিছনে রেখেছে বড় অবদান।
The only problem with Microsoft is they just have no taste. They have absolutely no taste ... I have no problem with their success ... I have a problem with the fact that they just make really third-rate products. Their products have no spirit to them.
বিশ্বাস হবে কি আপনার যদি বলি এই কথাটি জবস বলেছিলেন গেটসকে টার্গেট করে একটা ডকুমেন্টারি তে।
And the fun fact is, they weren't enemies at the beginning। They even used to work together. মাইক্রোসফট তার যাত্রাই শুরু করে সেই সময় জনপ্রিয় মেগা পপুলার Apple II পিসি তে। এবং গেটসও সময়ে সময়ে Cupertino তে আসতেন অ্যাপলের Progress চেক করার জন্য।
তাহলে এইসব কিছুর শুরু কিভাবে হলো? কেনোই বা দুই Brilliant minds একে অপরের শত্রু হয়ে গেলো?
গল্পটা কিছুটা এরকম:
বিল গেটস হাইস্কুলে থাকা অবস্থায় প্রোগ্রামিং করা শুরু করে। পরিবর্তে ইউনিভার্সিটিতে তার ফ্রেন্ড Paul Allen এর সাথে কাজ শুরু করেন এবং 1975 এ দুই Harvard dropout আবিষ্কার করেন মাইক্রোসফট।
যখন Seattle এ এই Duo কাজ করে যাচ্ছিলো, একই সময়ে California তে আরেক Duo, Steve Jobs এবং Steve Wozniak, দুই টেকনোলজিপ্রেমী হাইস্কুল ছাত্র 1976 এ অ্যাপল কম্পিউটার তৈরি করেন।
তাই বলা হয়, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এবং অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস প্রায় একই সময়ে তাদের কোম্পানি তৈরি করেন। যা তাদের প্রতিযোগিতামূলক সম্পর্ক শুরুর জন্য Natural Catalyst হিসেবে কাজ করেছে।
যার ফলে তাদের সম্পর্কের অর্ধেক সময় যেতো লোক দেখানো ভদ্রতায়, বাকি অর্ধেক সময় নির্বাক শত্রুতায়।
জবসকে অনেক সময়েই গেটসের রুচি এবং Thought Process নিয়ে ব্যঙ্গ বা প্রশ্ন করেছেন। On the other side of the coin, গেটসও জবসকে "weirdly flawed as a human being." বা "ত্রুটিপূর্ণ অদ্ভুত মানুষ" বলেও রসিকতা করেছেন। শুনেই উদ্ভূত লাগছে তাই না? চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনার অনুভূতি।
এখন তাহলে বলি, এই দুই আলাদা চিন্তাধারার মানুষের আসলে পরিচয় হলো কি করে?
জবস এবং গেটসের পরিচয়:
বিল গেটস এর মাইক্রোসফট যখন প্রায় সব কোম্পানির কাছে তাদের Best Software Product, 'BASIC' সেল করছিলো, তখনই স্টিভ তৈরি করে ফার্স্ট Personal Computer। 1977 এ তিনি Apple II ডিজাইন করেন সবার ইউজের জন্য।
সব ঠিক চলছিল, কিন্তু কমতি ছিল একটি জিনিসের এবং তার সমাধান ছিল বিলের কাছে: The BASIC.
তাই, ৮০'র দশকের শুরুর দিকে, জবস ওয়াশিংটনে যান গেটস এর সাথে সফটওয়ার নিয়ে কথা বলতে। জবস চাচ্ছিলেন মাইক্রোসফট সফটওয়্যার এর অসাধারণ গ্রাফিকাল ইউজার ইন্টারফেস, অ্যাপল ম্যাকিনটোস কম্পিউটারে ব্যবহার করা হোক। কিন্তু, জবসের egoistic ব্যবহার এবং প্ল্যাটফর্মের সীমিত কার্যকারিতা দেখে গেটস কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছিলেন না।
গেটস বলেছিলেন,
"স্টিভের সাথে মিটিংটা আমার কাছে একরকম প্রলোভন দেখানোর চেষ্টা মনে হয়েছে, কারণ স্টিভের কথা গুলো ছিল এমন,
“আমাদের আসলে আপনাকে দরকার নেই। আমরা অলরেডি একটি গ্রেট প্রজেক্ট এ কাজ করেছি যা প্রায় Complete।”
গেটসের কাছে মনে হতে থাকে স্টিভ জবস তার "Sales Mode" ওন করেই সব কথা বলে যাচ্ছিলেন। তবে গেটস পরে বলেছিলেন তার মনে হচ্ছিল,
এধরণের conversation এর প্রায় সময়েই একটা hidden meaning থাকে এবং তা ছিল 'আমার আপনাকে দরকার নেই, আপনার সফটওয়ার ও লাগবে না আমার, তবে হ্যাঁ পরবর্তীতে আপনাকে আমার প্রোজেক্ট এ involve করানো, আমার প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য। "
একবার চিন্তা করে দেখুন তো, আপনার কাছে আপনারই প্রোডাক্ট কিনতে এসে যদি কেউ এমন আচরণ করে তবে কেমন লাগবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।
পরবর্তীতে রাজি হয়ে, মাইক্রোসফট late 1970s এর দিকে সব থেকে বেশি টাকা উপার্জন করে অ্যাপলের জন্য সফটওয়ার Coding করে।
ম্যাকিনটোস উদ্বোধনী:
1980s এর শুরুর দিকে বিল এবং স্টিভ দুজনেরই বয়স ছিল ৩০ এর কম, কিন্তু তাঁরা অলরেডি পরিচিত হয়ে গিয়েছিলেন ইন্টারনেট জগতের দুই key players হিসেবে। একজন তৈরি করে ফেললো IBM কম্পিউটারের জন্য MS-DOS, তো আরেকজন করে ফেললো ম্যাকিনটোস উদ্বোধনী।
গেটস ১৯৮৩ সালে অ্যাপলের এমপ্লয়িদের ম্যাকিনটোস উদ্বোধনী অনুষ্ঠানে একটি ডেটিং অ্যাপের স্ক্রিনিং এর ভিডিওতে participate করেন। সেই ভিডিওতে গেটস ম্যাক এর প্রশংসা করেন এই বলে যে," It really captures people's imagination."
এরপরেই, ম্যাকিনটোস উদ্বোধনের পর, কিছু বছর মাইক্রোসফট এবং অ্যাপল একসাথে কাজ করে। কিন্তু সেই experience ও ভালো যায় না গেটসের। একটা পর্যায় এসে গেটস দাবি করেন যে তার কর্মচারীরাই জবসের থেকে বেশি কাজ করছে ম্যাক এর development এর উপর। শত্রুতার বীজ ধীরে ধীরে রোপন হতে শুরু করে। যদিও অ্যাপলের Former Employee, Andy Hertzfeld বলেছেন,
“We were not competitors at all at that point. They were our allies at helping making the Macintosh happen. So we got along very well with them, they were similar to us in many ways.” (এটা স্ক্রিন এ পপ আপ হয়ে লাইন বাই লাইন scroll হয়ে যেতে পারে।)
আচ্ছা, এই পর্যায় কি স্টিভ জবসকে আপনার free rider মনে হচ্ছে না তো? যদি উত্তর হ্যাঁ হয়, তবে কেনো তা কমেন্ট করে জানিয়ে দিন।
সম্পর্কের অবনতি:
গেটস এবং জবসের সম্পর্ক ধীরে ধীরে অবনতির দিকে যেতে শুরু করে এবং এই সম্পর্ক পুরোপুরি অবনতির রূপ নেয় যখন ১৯৮৫ সালে মাইক্রোসফট উইন্ডোজের প্রথম ভার্সন release করে। এই ঘটনায় জবস রেগে গিয়ে গেটস এবং তার কোম্পানি, মাইক্রোসফটের বিরুদ্ধে ম্যাকিনটোসকে প্রতারণার অভিযোগ আনেন। কিন্তু গেটস এইসব কোনো কিছুরই তোয়াক্কা করেননি কারণ তিনি জানতেন মাইক্রোসফট এর গ্রাফিকাল ইউজার ইন্টারফেস যুগান্তকারী । এবং তার কখনই মনে হয়নি যে এই ইন্টারফেসের উপর অ্যাপলের exclusive কোনো অধিকার আছে।
আপনাদের কি মার্ক মার্ক জাকারবার্গের উপর আইডিয়া চুরির ঘটনা মনে আছে? এখানেও কিন্তু আছে তেমন একটি ঘটনা। তা জানার আগে subscribe না করে থাকলে এখনই করে ফেলুন।
আইডিয়া চুরির অভিযোগ:
গেটস এবং জবস দুজন ই Inspiration নিতেন Xerox PARC labs থেকে। যার ফলে গেটস ভালো মত জানতেন যে, অ্যাপল Xerox PARC labs এর গ্রাফিকাল ইন্টারফেস আইডিয়া থেকে অনুপ্রাণিত হয়ে তা ব্যবহারও করেছে without giving any credit।
যখন জবস গেটসের বিরুদ্ধে আইডিয়া চুরির অভিযোগ আনেন, তখন গেটস বলেছিলেন "ওয়েল স্টিভ, আমার মনে হয় বিষয়টি আমরা চাইলে একটু অন্যভাবেও দেখতে পারি। ব্যাপারটা হচ্ছে আমাদের দুজনেরই পাশে এক ধনী প্রতিবেশী আছেন, নাম Xerox PARC labs এবং মজার বিষয় আমি তার বাড়িতে টিভি চুরি করতে গিয়ে দেখি তুমি অলরেডি করে ফেলেছো।" Savage right? মনে হচ্ছে সব দোষ স্টিভ এর ই?
Kahini mai thorasa twist bhi hai!
স্টিভ গেটসের সাথে GUI Tech ডেভেলপ করার jonno ১ বছরের একটি contract সাইন করায়। শর্ত একটা থাকে যে এই ১ বছরের মধ্যে মাইক্রোসফট এই টেকনোলজি ইউজ করতে পারবে না। কিন্তু ভাগ্যের লীলা খেলায়, অ্যাপল within 1 year তা implement করতে পারিনি। ফলসরূপ গেটস সেই আইডিয়া ইউজ করে ফেলে। এখন আপনার কি মনে হচ্ছে? কাকে আপনার ঠিক মনে হচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন।
বাক-বিতর্ক:
এবং এরপর থেকে দুই প্রতিষ্ঠানের লড়াই সামনাসামনি চলতে থাকে, কখনো রসিকতা বা কখনো অপমান করে। জবস একবার বলেছিলেন, "মাইক্রোসফট আমাদের পুরোপুরি ডুবিয়েছে, এবং গেটসের কোন লজ্জাবোধ নেই "। তার জবাব হিসেবে গেটস বলেছিলেন: "যদি জবস তা বিশ্বাস করে থাকে তবে সে সত্যিই তার নিজের বাস্তবতার একটি বিকৃত রূপ দেখতে পারছে।"
জবসের কাছে মনে হতো গেটস হচ্ছে কাদায় আটকে থাকা একটি কাঠি মত, যে তার ব্যবসার প্রতি অনেক বেশি ফোকাসড। "তিনি যখন আরও কম বয়সে ছিলেন তিনি হয়তো বিস্তীর্ণ এলাকার লোক ছিলেন, যে হয় একবার অ্যাসিড ফেলেছিল বা কোনও আশ্রমে থাকতো"। He’d be a broader guy if he had dropped acid once or gone off to an ashram when he was younger. (need help to translate this)
গেটস ও চুপ থাকেননি। তিনিও জবসকে "আপাদমস্তক অস্বাভাবিক" এবং "একজন অদ্ভুত ত্রুটিযুক্ত মানুষ" বলেও সম্বোধন করেছেন।
তবে গেটস বরাবরই ডিজাইনের জন্য জবসকে admire করতেন: "সে প্রযুক্তি সম্পর্কে সত্যই কিছুই জানত না, তবে কোন আইডিয়াটা কাজ করবে এটা বুঝার মত জবসের একটি আশ্চর্য গুণ ছিল।" আজকে অ্যাপলের success দেখে এই কথাটার সত্যতা যাচাই করা যায়।
জবসের পাওয়ার শিফট:
পরবর্তীতে, ১৯৮৫ সালে, স্টিভ জবস তার নিজস্ব কম্পিউটার সংস্থা, NeXT শুরু করার জন্য পাওয়ার শিফটি করেন, পদত্যাগ করেন অ্যাপল থেকে। এবং অ্যাপলে ধ্বস নামতে থাকে। যদিও জবস আর মাইক্রোসফ্টের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর সাথে কাজ করছিলেননা তবুও তাঁদের মধ্যকার সম্পর্কের কোনো উন্নতি হয়নি।
জবসের মনে হতে থাকে যে যদি নেক্সট হেরে যায় এবং মাইক্রোসফট উইন্ডোজ মার্কেটে টিকে থাকে তবে, "আমরা প্রায় ২০ বছরের জন্য একটি কম্পিউটার ডার্ক যুগে প্রবেশ করতে যাচ্ছি," এবং তিনি এই কথা ১৯৮৫ সালে “প্লেবয়” ম্যাগাজিনকে একটি ইন্টারভিউতে বলেছিলেন।
এবং উইন্ডোজ জিতেই যাচ্ছিলো। ৮০ এর দশকের শেষের দিকে, এটি স্পষ্ট হয়ে যায় যে মাইক্রোসফটকে পিসি তৈরির ক্ষেত্রে কেউই টপকাতে পারবে না।
Here comes the million dollar question, তাহলে আজকের অ্যাপল কোম্পানি তার জায়গায় আসলো কিভাবে?
"মাইক্রোসফট থার্ড গ্রেড পণ্য তৈরি করে":
১৯৯৬ সালে, জবস "ট্রায়াম্ফ অফ দ্য নেয়ার্ডস" নামে একটি পিবিএস ডকুমেন্টারে হাজির হন। গেটস এবং মাইক্রোসফ্ট এর উপর আক্রমণ করেন এই বলে যে "মাইক্রোসফট থার্ড গ্রেড পণ্য তৈরি করে"।
মনে আছে ভিডিওর শুরুতে আমি একটা ডায়লগ বলেছিলাম? আচ্ছা আবার না হয় বলছি, দেখুন তো মনে পরছে কিনা?
"মাইক্রোসফটের সাথে একমাত্র সমস্যা হল তাদের কোনো Design Sense নেই। তাদের একেবারেই কোন taste নেই এবং আমি এটিকে ছোট জিনিস হিসেবে বোঝাতে চাইছি না। এটি আসলেই একটি important বিষয়। তাদের কোনো কাজের মধ্যে কোনো মৌলিকতা বা নতুনত্ব নেই এবং যার ফলে তাদের প্রোডাক্ট গুলো খুব বেশি Diversity বা Innovation এনে দিতে পারেনি।"
মনে পড়েছে? হ্যাঁ শুরুতে বলেছিলাম ইংলিশ এ। তবে আপনি কি একমত স্টিভ এর সাথে? জানাতে ভুলবেন না।
অ্যাপলের সিইও গিল অ্যামিলিও NeXT কেনার প্রস্তাব:
৯০ এর দশকের শেষের দিকে, অ্যাপল গুরুতর বিপদের মধ্য দিয়ে যাচ্ছিল। ১৯৯৬ সালে যখন অ্যাপলের সিইও গিল অ্যামিলিও NeXT কিনতে এবং জবসকে অ্যাপলে ফিরিয়ে আনার চিন্তা করেন। তখনই গেটস তাঁর সাথে আলাদা করে কথা বলার চেষ্টা করেন।
গেটস আমেলিয়োকে বলেন: "আমি স্টিভ জবসের technological knowledge জানি, NeXT ওয়ার্মড ইউএনআইএক্স ছাড়া আর কিছুই নয়, এবং আপনি কখনই এটি আপনার মেশিনে ব্যবহার করাতে পারবেন না। আপনি কি বুঝতে পারছেন না যে স্টিভ technology সম্পর্কে কিছুই জানে না? সে কেবল একজন সুপার সেলসম্যান। He's best at selling. আমি বিশ্বাস করতে পারছি না যে আপনি এমন বোকার মত সিদ্ধান্ত কিভাবে নিচ্ছেন"
এত কিছু বলার পরেও আমেলিয়ো NeXT কিনে ফেলেন এবং জবসকে ফিরিয়ে আনেন অ্যাপলে।
জবস অ্যাপলের সিইও হয়ে উঠার গল্প:
পরবর্তীতে ১৯৯৭ এর মধ্যেই জবস অ্যাপলের সিইও হয়ে যান। তার প্রথম ম্যাকওয়ার্ল্ড মূল বক্তব্যে, তিনি announcement দিয়েছিলেন যে অ্যাপলকে মার্কেটে ধরে রাখতে তিনি মাইক্রোসফটের কাছ থেকে একটি Investment accept করেছেন। এবং সেখানে বিল গেটস স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে একটি বিশাল পর্দায় হাজির হন। কিন্তু Audience রা এই ঘটনাকে ভালোই তাচ্ছিল্য করেন।
কখনো চোখে না পড়লেও, গেটস জবসকে দেখে সব সময় অনুপ্রাণিত হতেন। অ্যাপল আইটিউনস উদ্বোধন করার সময় গেটস মাইক্রোসফটের internal team কে একটি ইমেল পাঠান যাতে বলাছিল,
"স্টিভ জবস শুধু কয়েকটি বিষয় বিবেচনা করে, ব্যবহারকারীরা যাতে ইন্টারফেস সঠিকভাবে ইউজ করতে পারে তার জন্য লোক ঠিক করা এবং বাজারে জিনিসগুলি যুগান্তকারী প্রোডাক্ট হিসেবে নিয়ে আসে।"
২০০১ সালে অ্যাপল যখন আইপডটি উদ্বোধন করে, গেটস তখন টিমকে আরেকটি ইমেল পাঠান: "আমার মনে হয় আমাদের কিছু planning প্রয়োজন এটা প্রমাণ করার জন্য যে, যদিও জবস আমাদের কিছু সময়ের জন্য দমিয়ে রেখেছে, আমরা দ্রুতই এমন আরও ভাল জিনিস তৈরি করতে পারি।"
জবস এবং তার মাইক্রোসফট নিয়ে চিন্তা:
তবে জবস তখনো মাইক্রোসফ্ট নিয়ে আশাবাদী ছিলনা, বিশেষত স্টিভ বলমার ২০০০ সালে বিল গেটসের সিইও হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে। জবস বলেছিলেন,
"মাইক্রোসফট তাদের মার্কেটে আধিপত্য থেকে সরে গেছে। তারা অনেকটাই এখন ছন্নছারা হয়ে গেছে। আমার মনে হয় যতক্ষণ বলমার এটি চালাচ্ছে ততক্ষণ মাইক্রোসফটে কিছু পরিবর্তন হবে না।"
জবস উইন্ডোজ ecosystem নিয়েও খুব একটা importance দেননি: "অবশ্যই, তাদের fragmented model কাজ করেছিল, তবে এটি সত্যই দুর্দান্ত কোনো পণ্য তৈরি করতে পারেনি।
অন্য দিকে গেটস আইপ্যাডের উদ্বোধনের সময়ও খুব একটা importance দেননি প্রোডাক্টটি বা তার specification নিয়ে। তিনি বলেছিলেন "আমার আইপ্যাড দেখে মোটেও আইফোন লঞ্চের মতো অনুভব করছি না যেখানে আমার মনে হয়েছিল, 'Oh my god, মাইক্রোসফট তার position ধরে রাখতে পারেনি ।'
গেটসের মাইক্রোসফট ত্যাগ:
২০০৬ সালে গেটস তার নিজস্ব প্রতিষ্ঠানে আরও ফোকাস করার জন্য মাইক্রোসফ্ট ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন জবস তার উপর বিন্দুমাত্র sympathetic না হয়ে বলেছিলেন,
"বিল হচ্ছে unimaginative এবং কখনও সে কিছু আবিষ্কার করেনি। এ কারণেই আমার মনে হচ্ছে যে সে এখন প্রযুক্তির চেয়ে জনহিতকর কাজে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছে।"
কি মনে হচ্ছে এতক্ষন কোনো roller-coaster ride এ ছিলেন? যেখানে ছিল শুধু হিংসা এবং অপমান? তাহলে একটু ভিন্ন perspective দেখাই এখন তাহলে আপনাদের।
সম্পর্ক এবং সম্মান:
কোনো এক অদ্ভুত কারণে দুজনই দুজন কে সম্মান করতেন। ২০০৭ সালে AllThingsD conference যখন দুইজন একসাথে স্টেজে আসেন, তখন গেটস বলেছিলেন, “স্টিভ এর মত চিন্তা এবং রুচিবোধ পেতে হলে আমাকে অনেক চেষ্টা এবং পরিশ্রম করতে হবে।"
এবং জবস এক সময় বলেছিলেন, “তার নিজস্ব কোম্পানী তৈরি করার জন্য আমি তাকে admire করি...এটা সত্যিই অসাধারণ...এবং আমি তার সাথে কাজ করে মজাও পেয়েছি। সে খুবই বুদ্ধিমান এবং তার অসাধারণ হিউমরও অসাধারণ।
জবস মারা যাবার পর গেটস বলেছিলেন, “আমি স্টিভ কে অনেক সম্মান করি। আমরা একসাথে কাজ করেছি। দুজন দুজনকে উৎসাহ দিয়েছি, এমনকি যখন আমরা প্রতিদন্দ্বী ছিলাম তখনো! কোনো কিছুই (যা সে বলেছে) আমাকে নিরুৎসাহিত করে না”
শেষ পর্যন্ত বলা যায় যে দুজনই এক ধরনের ধারা তৈরি করে গিয়েছেন। জবস এপল তৈরি করেছেন যা পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানী, অন্যদিকে বিল পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি।
কেমন লাগলো এই রহস্য উন্মোচন? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনার নিজের কোনো আইডিয়া বা Experience থাকে তাহলে তা কমেন্ট করে এখনই জানিয়ে দিন।
Post a comment