"ছেলেদের মন খারাপ হয়না, Mood Swings ওসব মেয়েদের জিনিস।"
"ছেলেদের মন খারাপ হয়না, Mood Swings ওসব মেয়েদের জিনিস।"
"আরে ছেলে মানুষের শরীরে শক্তি না থাকলে চলে?"
“হিন্দীতে একটা কথা আছে না, Mard ko dard nehi hota. তো তুই এত কাঁদছিস কেন? একদম বাংলা সিনেমার নায়িকাদের মত করতেসিস কিন্তু! এসব ঢং বাদ দে!"
খুব কমন এই কথাগুলো কতটুকু বাস্তব?
৩০ কেজি ডাম্বেল দিয়ে ব্যায়াম করা 'Gym Freak' এরও অসুখ হতে পারে।
অন্যদের চাকরি দেয়া, সবার সালাম পাওয়া অফিসের বসও মাস শেষে নিজের মানিব্যাগটা খালি দেখে দীর্ঘশ্বাস ফেলতে পারেন।
ভার্সিটির বিজনেস কম্পিটিশনগুলোর নিয়মিত ফাইনালিস্ট ছেলেটাও ডিপ্রেশনে ভুগতে পারে।
গ্রুপের সব থেকে Fun-loving ছেলেটাও breakup এর কষ্টে হাউমাউ করে কাঁদতে পারে।
Stereotyping করে এই দায়িত্ব এড়ানো সহজ।
কিন্তু যদি এই ডিপ্রেশন,দীর্ঘশ্বাস, বা অসুখের সময়গুলোতে যদি আমরা মানুষগুলোর পাশে দাঁড়াই তাহলে অনেক কিছুই অন্যরকম হতে পারে।
ব্যাকবেঞ্চার বলে আখ্যায়িত ছেলেটাও জীবনের এক পর্যায়ে হয়ে উঠতে পারে কোন কোম্পানির সিইও।
ডিপ্রেশনে থাকা ছেলেটাও International পুরস্কার আনতে পারে সেই সাপোর্টটুকু পেলে।
সঠিক ও আন্তরিক সেবা পেলে সুস্থ্য হয়ে উঠতে পারে রোগে ভোগা মানুষটা। অন্তত স্বস্তি পেতে পারে।
এই সমাজে সহানুভূতি ও ভালোবাসা প্রতিটি মানুষের দরকার। একটু ‘Empathy’ ই পারে অনেক কিছু বদলাতে।
এবারের 'International Men's Day' এর Theme - "Better health for men and boys"। তাই চলুন একসাথে বলি,
Men also need emotional support.
Men aren't invincible, they need to look after their health.
আর হ্যাঁ, একটা কথা তাদের জিজ্ঞেস করতে ভুলবেন না, "কেমন আছো?"
Post a comment