← Back
."ভালো ছাত্র মানেই ভালো রেজাল্ট।"
"ভালো ছাত্র মানেই ভালো রেজাল্ট।" এই কথাটি শুনিনি এখন কোনো স্টুডেন্ট নেই। আর বিশ্ববিদ্যালয়ের ভালো স্টুডেন্ট হতে হলে ক্লাস, এসাইনমেন্ট, কুইজ, সিজি আরও কতো কি!
এর মাঝে ক্লাবে কাজ করা তো নিছক সময় অপচয়ই বটে! এমনটাই মনে হয় তাই না? আচ্ছা, বাস্তবতা কি একই কথা বলে?
এই সময়টা কি শুধু বইয়ে মাথা গুঁজে পড়াশোনা করার সময়? মোটেই নয়। বরং এখনই সময় নিজেকে জানার, বাস্তব জ্ঞান অর্জন করার এবং নিজের স্কিল ডেভেলপ করবার।
প্রতিযোগিতায়পূর্ণ এই সময়ে, পড়াশোনার পাশাপাশি করা কো-কারিকুলার এক্টিভিটিজগুলোই পারে আপনার রিক্রুটারের কাছে আপনার সিভির মান অনেকখানি বাড়িয়ে দিতে।তাই পাঠ্যবইয়ের মলাট এবং ইট পাথরে ঘেরা ক্লাসে (এখন যদিও স্ক্রিনে আবদ্ধ ক্লাস) নিজেকে সীমাবদ্ধ না রেখে ক্লাব এক্টিভিটিজ-ও রুটিনে নিয়ে আসুন।
Post a comment