“আপনার লিংকডইন প্রোফাইল লিংক নেই কেন সিভিতে?”
"জানিস দোস্ত গতকাল আমি অনলাইনে একটা জব ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউ প্যানেল থেকে একজন আমার সিভি দেখে আমায় জিজ্ঞাসা করলেন,
“আপনার লিংকডইন প্রোফাইল লিংক নেই কেন সিভিতে?”
তখনই মাথায় হাত!
লিংকডইন প্রোফাইল বানাবো বানাবো করে করাই হয়নি এতোদিন। কি যে হবে আমার!
"আপনারও কী একই অবস্থা? কিংবা আপনি জানেন তো লিংকডইন প্রোফাইল কেন প্রয়োজন? কর্মক্ষেত্র এবং পাশাপাশি নানান প্রোফেশনাল ব্যক্তিবর্গের সাথে আপনি নেটওয়ার্কিং বাড়াতে পারেন এই প্রোফাইল ব্যবহারের মাধ্যমে।
শুধু তাই নয়, আপনি পারবেন প্রোফেশনালদের সাথে যোগাযোগ করতে, কিংবা পরিচিত উচ্চপদস্থ কারো থেকে রিকমেন্ডেশন নিয়ে আপনার প্রোফাইলকে আরো স্ট্রং করতে!
তবে এই প্রোফাইল ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন প্রোফেশনাল নিয়ম কানুন রয়েছে যা না জানলেই নয়। আপনি যদি কর্মজীবনের এমন প্রোফেশনাল সূক্ষ্ম তথ্যাবলী জানতে চান তবে এখনই অর্ডার করুন স্মার্ট ক্যারিয়ার বইটি!
Post a comment